বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের করা একটি টুইটের মোক্ষম প্রত্যুত্তর দিলেন অমিত মিত্র। তিনি লেখেন, “বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের টুইট অনেকটা খানিকটা ডঃ জেকিল এবং মিঃ হাইডের ঘটনার মতো। মুখ্যমন্ত্রীর এবছরের বাণিজ্য সম্মেলনের পরিকল্পনার কথা শুনে প্রথমে বললেন আমার তরফ থেকে যতটা সম্ভব করব। একসাথে কাজ করার কথা বললেন। এখন ২৪ ঘন্টা যেতে না যেতেই এক বছর পুরনো চিঠি পোস্ট করে সেই বাণিজ্য সম্মেলন নিয়ে বিষ ওগড়াচ্ছেন।”
উল্লেখ্য, রাজ্যের শিল্পে বিনিয়োগ টানতে সোমবার রাজ্যপালকে বিদেশে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাতে সম্মতি জানিয়ে পাশে থাকার বার্তাও দেন জগদীপ ধনখড়। এর ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার দুপুরে জোড়া টুইট করেন তিনি। তাতে ২০২০ সালের ২৫শে আগস্ট মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি পোস্ট করে, রাজ্যপাল লিখেছেন, ৫ বারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে, এক বছর আগে মুখ্যমন্ত্রীর কাছে যে বিষয়গুলি তুলেছিলাম, তার প্রতিক্রিয়া না পাওয়ায় আমি উদ্বিগ্ন। শিল্প-প্রস্তাব নিয়ে সাফল্যের দাবিকে মিথ্যে প্রমাণ করছে বাস্তব অবস্থা। আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বিনিয়োগের জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে আরও অনেক কিছু করা দরকার।
পাশাপাশি আরও টুইট করে অমিত মিত্র বলেন, “রাজ্যপাল তাঁর চিঠির উত্তর পাননি দাবি করছেন। অথচ আমি নিজে চার পাতার একটি চিঠিতে বাণিজ্য সম্মেলনে বিলগ্নীকরণ, কর্মসংস্থান, কোন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে সব তথ্য দিয়েছি রাজ্যপালকে।” সাথে সেই চার পাতার চিঠিও টুইট করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।