আজ ১০ নভেম্বর, নন্দীগ্রামের জমি আন্দোলনের বর্ষপূর্তি। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ভূমি উচ্ছেদ কমিটি এই দিনে নন্দীগ্রামে ‘রক্তাক্ত সূর্যোদয়’ -এ শহিদদের কুর্নিশ জানিয়ে থাকে। সেই উপলক্ষ্যেই বুধবার তেখালির সভা থেকে শুভেন্দু অধিকারীকে ‘অকৃতজ্ঞ, বেইমান, নরকের কীট’ বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সঙ্গে হুঁশিয়ারি, ‘নন্দীগ্রাম থেকে ঘাড় ধরে তাড়াব’।
একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল। পুনর্গণনার দাবিতে মামলা হয়েছে আদালতে। সেই প্রসঙ্গ টেনে এদিন কুণাল বলেন, ‘আপনাদের কাছে মুখ্যমন্ত্রী নির্বাচনের সুযোগ এসেছিল। আপনারা মিস করেছেন’।
তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, ‘শুভেন্দুকে রাজনীতিতে জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গোটা পরিবারকেও রাজনীতির মঞ্চে জন্ম দিয়েছেন তিনিই’। নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে কুণাল বলেন, ‘লড়াই আপনারা করেছেন। শহিদের রক্ত বিক্রি করে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছে শুভেন্দু’।
এরপরই বিরোধী দলনেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, ‘নন্দীগ্রামে উপ-নির্বাচন হবে। পুনর্গণনা হলে মমতা বন্দ্যোপাধ্যায় ২২ হাজার ভোটে জিতবেন। শুভেন্দুকে ঘাড় ধরে নন্দীগ্রাম থেকে তাড়াব’। কুণাল ঘোষের আরও অভিযোগ, ‘শুভেন্দু অকৃতজ্ঞ, বেইমান। নন্দীগ্রামে দিনের পর দিন বিষ ছড়িয়েছে শুভেন্দু। মানুষকে ভাগ করেছে। শুভেন্দু অধিকারী নরকের কীট। গদ্দার, মীরজাফর, বিভীষণ’।