ফের দিল্লীর নিকটবর্তী সিঙ্ঘু সীমান্তে উদ্ধার হল এক কৃষকের ঝুলন্ত দেহ। পাঞ্জাবের ফতেগড় সাহেবের আমরোহ জেলার বাসিন্দা গুরপ্রীত সিং নামে ওই কৃষকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাসখানেকের মধ্যে এই নিয়ে কৃষকদের বিক্ষোভের স্থানে দ্বিতীয় কোনও কৃষকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল।
জানা গিয়েছে, সিধুপুরের ভারতীয় কিষান ইউনিয়নের জগজিৎ সিং দাল্লেওয়াল গোষ্ঠীর সদস্য গুরপ্রীত ছিলেন কৃষক বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানা যাচ্ছে।
এর আগে গত অক্টোবরে কৃষক আন্দোলনের মূল মঞ্চের কাছ থেকে উদ্ধার হয়েছিল এক কৃষকের হাত-পা কাটা দেহ। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর।
ওই সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়ে। সেই ভিডিওয় দেখা গিয়েছিল, শিখদের নিহং সম্প্রদায়ের বেশ কয়েকজন ওই ব্যক্তিকে মারধর করছে। কেটে নেওয়া হয় সেই ব্যক্তির হাতের কবজিও। যন্ত্রণায় ছটফট করছেন রক্তস্নাত ওই যুবক। ভিডিওটিকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়।