ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ নভেম্বর আগরতলায় পুরসভার ভোট। সেখানে ৫১টি আসনে প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। এবার প্রার্থী ও দলের কর্মীদের মনোবল বাড়াতেই ফের পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছেন অভিষেক।
তৃণমূলের বক্তব্য, বার বার হামলা হওয়া সত্ত্বেও নিজেদের জায়গা থেকে পিছু হটতে নারাজ তাঁরা। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ত্রিপুরার মাটিতে নিজেদের জায়গা তৈরি করবেন। সেই লক্ষ্যে অবিচল থাকতেই ফের ত্রিপুরা সফর তাঁর।
নির্বাচন শিয়রেই, সেখানে নির্দিষ্টভাবে সফরসূচী জানা না গেলেও সূত্রের খবর, প্রত্যেক প্রার্থীর সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। বার্তা দিতে পারেন ভোটারদেরও।
ইতিমধ্যেই বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক৷ আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তৃণমূল সূত্রে খবর, পুরভোটের শেষ লগ্নের প্রচারে ত্রিপুরাতেই থাকতে চান অভিষেক৷ সম্ভবত আগামী ২২ নভেম্বর ত্রিপুরা পৌঁছবেন তিনি৷ তবে অভিষেক কবে, কোথায় সভা করবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও সূচি তৃণমূলের তরফে জানানো হয়নি৷