মঙ্গলবার বিধানসভা অধিবেশন শপথ নিলেন সদ্যসমাপ্ত উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থী। তবে এদিন উপস্থিত ছিলেন না কোনো বিজেপি বিধায়ক। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা বলার পাশাপাশি জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের দিকে তোপ দেগেছে রাজ্য বিজেপি।
সোমবার মুরলীধর সেন লেনে তাদের সদর দফতরে বডসড় বিক্ষোভের আয়োজন করে পদ্মশিবির। সেখান থেকে তারা দাবি করে, জ্বালানির উপর থেকে ভ্যাট কমিয়েছে কেন্দ্র। দেশের ২২টি রাজ্য তাদের শুল্ক কমিয়েছে। রাজ্য সরকারকেও শুল্ক কমাতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন হবে। এ নিয়ে আজ বিধানসভায় বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা।
মমতা বলেন, “সাধারণ মানুষের জন্য কিছুই করেনি কেন্দ্র। তার উপরে বিজেপির আবার কথায় কথায় আন্দোলন। ওরা আন্দোলনের ‘আ’ জানে না। রাজ্য সরকারকে সব দিতে হবে। ওরা দাম বাড়াবে। আর রাজ্য সরকারকে রাজ্য বিক্রি করে ওদের টাকা দিতে হবে। ওদের বলুন, ৪ লাখ কোটি টাকা আয় করেছ। ওই টাকা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দাও!”