মাত্র দেড় মাস আগেই অসমের দারাং জেলার ঢলপুর অঞ্চলে মর্মান্তিক কাণ্ড ঘটেছিল। সেই ঢালপুরেই ফের উচ্ছেদ অভিযান চালাল অসম পুলিশ। দেড় মাস আগে সরকারি জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে গুলি চালাতে হয়েছিল পুলিশকে। ঘটনায় ২ জনের মৃত্য হয়েছিল। ৯ পুলিশ সহ মোট ১৮ জন জখম হয়েছিল। সেই ঢলপুর থেকে এবার ৫৬২টি পরিবারকে উচ্ছেদ করল অসমের বিজেপিশাসিত সরকার।
প্রসঙ্গতদরংয়ের চর অঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে বসবাস করছিলেন অনুপ্রবেশকারীরা। তবে মূলত ব্রহ্মপুত্রের এই অঞ্চল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার দাবি, “২০১২ সাল থেকে এই দখলকারীরা বনের প্রায় অর্ধেক গাছ কেটে ফেলেছিল এবং আদা চাষ শুরু করেছিল যার থেকে বার্ষিক 25 কোটি টাকা আসছিল। সোমবারের উচ্ছেদ শান্তিপূর্ণভাবে হয়েছে। গরুখুটির (দরং জেলায়) পরে এটি একটি সফল অভিযান। এরকম আরও অভিযান অব্যাহত থাকবে।” যদিও এই ঘটনার পর তীব্র নিন্দার মুখে পড়েছে বিজেপি।