কিছুদিন আগে ত্রিপুরা সফরে গিয়েই আগরতলার সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আসন্ন পুর নির্বাচনে ত্রিপুরার সবকটি পুরসভায় সব আসনে প্রার্থী দেবেন তাঁরা। সেই মতো আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, ত্রিপুরার পুরভোটে লাগাতার ভয় দেখানো হচ্ছে। বিরোধী প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুমকি, ভয় দেখানো হচ্ছে, এমনকি বাড়িতে আগুন লাগানো, লুঠপাট করাও হচ্ছে৷ এমনটাই অভিযোগ তৃণমূলের। ৫১টি ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন। সেখানেও প্রচারে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ আগরতলা-সহ ত্রিপুরার ২০টি পুরসভার মোট ৩৩৪টি ওয়ার্ডে নির্বাচন রয়েছে। তার মধ্যে সব আসনেই মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। বামেরা জমা দিয়েছে ২২৭ আসনে প্রার্থী। এর মধ্যে সিপিএমের আসন ২১৪টি। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে ১০১টি ওয়ার্ডে। তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করছে ১২৫টি ওয়ার্ডে।