আগামী বছরেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তাই ভোটের আগে চমক দিতে দলের নামে বাজারে পারফিউম আনলেন অখিলেশ যাদব। লাল সবুজ বোতলের গায়ে সমাজবাদী পার্টির সাইকেল ছাপ।
প্রসঙ্গত, যেবার অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেবার রাজ্যের সব ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু এবার কী হবে সপার নতুন চমক। সেই অপেক্ষাতেই ছিল দল। একদিকে যখন বিজেপি অযোধ্যাকে ইউএসপি করে এগোচ্ছে। অন্যদিকে অখিলেশ যাদব দলের নামে পারফিউম এনে বড় চমক দিয়েছেন।
হাতে মাত্র আর কয়েকটা মাস সময়। তারপরেই উত্তর প্রদেশের হাইভোল্টেজ নির্বাচন। ইতিমধ্যেই উত্তর প্রদেশে যাতায়াত শুরু করে দিয়েছেন মোদী-শাহ। এক প্রকার বলতে গেলে বিজেপি প্রচার শুরু করে দিয়েছে। বিজেপিকে টক্কর দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমাজবাদী পার্টিও। যদিও অখিলেশ নিজে এবার ভোটে লড়বেন না বলে জানিয়েছেন। তাই দল একটু অন্য সমীকরণে সাজানো চলছে।
ইতিমধ্যেই ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের ভোটারদের টার্গেট করে এগোতে শুরু করে দিয়েছে তারা। তার সঙ্গে যুব সম্প্রদায়কেও টার্গেট করেছে সপা। ভোটের আগে বড় চমক বাজারে নিয়ে এসেছে তারা। নাম দেওয়া হয়েছে সমাজবাদী পারফিউম। দলের পতাকার রঙেই লাল সবুজ করা হয়েছে সুগন্ধীর বোতলের রং। একেবারে দামি পারফিইমের মতই দেখাচ্ছে সমাজবাদী পারফিউমের অবয়ব।