খড়দা, শান্তিপুর, গোসাবা এবং দিনহাটা— ৪ কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। আজ মঙ্গলবার শপথগ্রহণ করতে বিধানসভাতে আসেন চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা। কিন্তু শপথগ্রহণের সময় ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। আর তা নিয়েই গেরুয়া শিবিরকে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এটাই ওদের সংস্কৃতি।
প্রসঙ্গত, সদ্য জয়ী ৪ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এদিন অধিবেশনে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে রীতিমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আক্রমণ শানান তিনি। দাবী করেন, বিধানসভার রীতি মানেন না বিজেপি বিধায়করা। কার্যত ক্ষুব্ধ হয়েই তিনি বলেন, ‘ওরা যখন মর্জি আসে, যখন মর্জি আসে না’। বিধানসভাটাকে বিধানসভা বলে মনে করে না বলেও মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারই একমাত্র যারা কথা দিয়ে কথা রাখে। কেউ কেউ আচ্ছে দিন বলেন, বুরে দিন চলে আসে।’ তাঁর কথায়, ওরা সংস্কৃতি মানে না। বিজয়ী বিধায়কদের বিরোধী দল অভিনন্দন জানাবে এটাই তো রীতি। কিন্তু কেন ওরা নেই তা আমি বলতে পারব না। তবে এভাবে বিধানসভা চলতে পারে না বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।