মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভায় হয়েছে রদবদল। অর্থমন্ত্রকের দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের প্রধান মুখ্য উপদেষ্টা হচ্ছেন অমিত মিত্র। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে। এমনই খবর নবান্ন সূত্রে। শারীরিক অসুস্থতার কারণে এ বার ভোটে লড়েননি অমিত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ছাড়তে চাননি। এত দিন অমিতই রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন। কিন্তু ভোটে না লড়ে ছ’মাসের বেশি মন্ত্রী থাকতে পারেন না কেউ। সেই নিয়মেই সরতে হচ্ছে অমিতকে। মুখ্যমন্ত্রী তাঁকে প্রধান মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন।
বিগত ২০১১ সালে রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে মহাকরণে প্রবেশ করেন মমতা। সেই সময় থেকেই রাজ্যের অর্থমন্ত্রীর ভার ছিল ফিকির প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমিত মিত্রের কাঁধে। কিন্তু ইদানীং অমিতবাবুর শরীর ভাল নেই। এই কারণেই তিনি একুশের বিধানসভা ভোটের লড়াইয়েও প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু মমতা তাঁকে অব্যাহতি দিতে রাজি হননি। সাম্প্রতিক রাজ্য মন্ত্রিসভার রদবদলে দেখা গিয়েছে, অর্থ দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। ওই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দফতরেরই প্রধান মুখ্য উপদেষ্টা হচ্ছেন অমিত মিত্র। এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজভবনও। প্রসঙ্গত, গত বাজেট প্রস্তাবও নিজেই পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।