রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হতেই দলের অন্দরে এবং মন্ত্রিসভায় জোর চর্চা শুরু হয়েছে রাজ্যের পরবর্তী পঞ্চায়েত মন্ত্রী কে হবেন? কারণ পঞ্চায়েত দফতরের মাধ্যমেই গ্রামীণ স্তরে উন্নয়ন করা সম্ভব। যা সুচারু এবং সুনির্দিষ্ট পথে করেছিলেন প্রয়াত সুব্রত। যার ফসল বারবার পেয়েছে মমতা সরকার। এমনকী কেন্দ্রীয় সরকারকে বারবার দরাজ শংসাপত্র দিতে হয়েছে রাজ্য সরকারকে। তাই এই দফতরকে গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী।
এই কারণে আগামীকাল, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার দুই সদস্যের নাম ভেসে উঠেছে। এক, বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুই, মানসরঞ্জন ভুঁইয়া। যদিও তাঁদের নিজ নিজ দফতর রয়েছে। তাঁরা গুরুত্বপূর্ণ মন্ত্রীও।