বৃহস্পতিবার সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছিলেন, সুব্রতদার মরদেহ দেখতে পারবেন না তিনি। সেই কারণে পঞ্চায়েতমন্ত্রীর শেষযাত্রায়ও যাননি মমতা। সোমবার বিশ্ব বাংলা শারদ সম্মান অনুষ্ঠানেও সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করলেন তিনি। বললেন, ‘পুজো আসবে, আমরা সবাই থাকব। শুধু থাকবেন না সুব্রতদা। তবে চিরকাল সুব্রতদা আমাদের কাছে এভারগ্রিন হয়েই থাকবেন।’
প্রসঙ্গত, কালীপুজোর সন্ধেয় তখন বাড়ির পুজোয় মেতে মুখ্যমন্ত্রী। সন্ধেয় হঠাতই আসে এসএসকেএমে চিকিৎসাধীন সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতির খবর। আর তারপরই বাড়ির পুজো ছেড়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেদিন রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান রাজনীতিবিদ। এই খবরে রীতিমতো ভেঙে পড়েছিলেন মমতা। দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। যার ফলে ভাইফোঁটার অনুষ্ঠানও বাতিল করেছিলেন।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর সোমবার প্রথমবার জনতার সামনে হাজির হলেন মুখ্যমন্ত্রী। যোগ দিলেন বিশ্ব বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে। সেখানেও প্রয়াত বর্ষীয়ান নেতাকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘সুব্রতদার সঙ্গে কথা হতো পুজো নিয়ে। তখনই বলতেন, আমি থিম পুজো করি না। আমি করি সাবেকি পুজো। হঠাৎ করে সেই সুব্রতদা চলে গেলেন। তবে এখনও তো ওঁর মৃত্যুর বয়স হয়নি। এই শোক মানতে পারছি না।’ অনুষ্ঠানের শেষে তিনি বলেন, ‘আবার পুজো আসবে। সবাই থাকব আমরা, সুব্রতদা শুধু থাকবেন না। তবে সুব্রতদা এভারগ্রিন হয়েই থাকবেন।’