আবহমান কাল থেকেই ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান কলকাতা। নাচ-গান, বাজনা- সবেতেই রয়েছে তিলোত্তমা। বিশ্ববিখ্যাত শিল্পীরা জন্ম নিয়েছেন এই নগরীতেই। আর সেই সংস্কৃতিকেই এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব।
আজ, সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পরই আবার ছটপুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে। আবার পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের উৎসবে মাতবেন আমজনতা। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও যে শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে, তা বলাই বাহুল্য। কারণ জানুয়ারির ৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। তারপরই বইপ্রেমীরা মজবেন বইমেলায়। অতিমারী আবহে কোভিডবিধি মেনে ৩১শে জানুয়ারি শুরু বইমেলা। আর এই দুই মহোৎসবের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে আরও একটি আনন্দোৎসব। আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল।
এই শীতেই রেড রোডে অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। যেখানে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। অর্থাৎ দুর্গাপুজোর সময় কার্নিভালের জন্য যেভাবে রেড রোড সেজে ওঠে, তেমন ভাবেই শীতকালে ফের রঙিন হবে শহরের রাজপথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গিয়েছে, বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা। বাংলার সংস্কৃতির বিষয়ে যাতে গোটা দুনিয়া অবগত হয়, সে প্রয়াসই করতে হবে রাজ্যবাসীকে। কলকাতার চলচ্চিত্র উৎসব যেভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে, রাজ্য সরকারের আশা, একইরকম ভাবেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছবে মিউজিক ফেস্টিভ্যালও।