মুম্বইয়ে প্রমোদতরীতে মাদক উদ্ধার এবং শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারির পর থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। এবার আরিয়ান-মামলার প্রথম তদন্তকারী অফিসার তথা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মুম্বই শাখার জোনাল ডিরেক্টরকে ফের নিশানা করলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী নবাব মালিক। সমীরের শ্যালিকা হরশাদা দীননাথ রেডকর মাদক ব্যবসায় জড়িত কি না, ‘প্রমাণ’-সহ এই প্রশ্ন তুলে নতুন বিতর্ক তৈরি করলেন মালিক।
টুইটারে নবাব লেখেন, ‘সমীর দাউদ ওয়াংখেড়ে, আপনার শ্যালিকা হরশাদা দীননাথ রেডকর কি মাদক ব্যবসার সঙ্গে জড়িত? আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে কারণ, তাঁর মামলা পুণে আদালতে এখনও বিচারাধীন।’ ওই টুইটার পোস্টে ‘প্রমাণ’ হিসেবে আদালতের একটি নথির ছবিও তুলে ধরেন তিনি। ২০০৮ সালে দায়ের হওয়া মাদক দ্রব্যের বেআইনি পাচার সংক্রান্ত মামলার নথি সেটি। ওই মামলায় উত্তরদাতা (রেসপনডেন্ট)-র তালিকায় নাম রয়েছে সমীরের শ্যালিকার। নথির ছবিতে দেখা যাচ্ছে, ওই মামলার পরবর্তী শুনানি আগামী বছর মার্চ মাসে।