সম্প্রতি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে জড়িয়ে নেটমাধ্যমে বিজেপির রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের আপত্তিজনক মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। উঠেছে নিন্দার ঝড়। এবার ওই মন্তব্যের জন্য রূপাকে কড়া কথায় বিঁধলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
আব্দুল মান্নান বলেন, “প্রয়াত জননেতা সুব্রতদার সম্পর্কে রুপা গঙ্গোপাধ্যায় যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে তিনি নিজেরই সংস্কৃতির পরিচয় দিয়েছেন। ন’বারের বিধায়ক জনপ্রিয় এক জন জননেতা সম্পর্কে নির্লজ্জের মতো এ রকম মন্তব্য করে নিজেকেই মানুষের কাছে উপহাসের পাত্র রূপে তুলে ধরলেন।” পাশাপাশি এপ্রসঙ্গে একটি ল্যাটিন প্রবাদেরও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “প্রবাদটি হল— ‘De mortuis nil nisi bonum।’ যার অর্থ— মৃত ব্যক্তি সম্পর্কে ভাল ছাড়া অপর কিছু বলবেন না।”