দিল্লীতে অনুষ্ঠিত হচ্ছে পদ্মসম্মান প্রদান অনুষ্ঠান। মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হল সুষমা স্বরাজকে। তাঁর মেয়ে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সুষমা-কন্যা বাঁসুরী স্বরাজ সোমবার এই সম্মান গ্রহণ করলেন। পদ্মভূষণ সম্মান পেলেন অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।
মরণোত্তর পদ্ম বিভূষণে সম্মানিত করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সুষমা-কন্যা বাঁসুরী স্বরাজ সোমবার এই সম্মান গ্রহণ করলেন। এদিনের পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশের নানা ক্ষেত্রের জনপ্রিয় তারকাদের হাতে এদিন পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি।
পদ্ম বিভূষণ পেলেন-
১) হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত শিল্পী চান্নুলাল মিশ্রকেও পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হল।
পদ্মভূষণ সম্মান পেলেন-
১) অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু।
পদ্মশ্রী পেলেন-
১) এয়ার মার্শাল ড. পদ্মা বন্দ্যোপাধ্যায়।
২) মহিলা জাতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল। রানি টোকিয়ো অলিম্পিকে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
৩) ICMR-এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ড. রামন গঙ্গাখেদকর।
৪) সংগীতশিল্পী আদনান সামী।