মাঝেমধ্যেই কৃষক আত্মহত্যার খবর মেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) পরিসংখ্যান দিয়ে জানাল, ২০২০ সালে লকডাউন, আর্থিক সঙ্কটের মধ্যে ২০১৯ এর তুলনায় ছোট-মাঝারি মিলিয়ে সব ধরনের ব্যবসায়ীর মধ্যে আত্মহত্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। যা কৃষক আত্মহত্যার চেয়ে বেশি।
এনসিআরবির সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২০তে ১১৭১৬ জন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সেখানে কৃষক আত্মহত্যার সংখ্যা ১০৬৭৭। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যে ১১ হাজারের বেশি ব্যবসায়ী চরম পথ বেছে নিয়েছেন, তাঁদের মধ্যে ৪৩৫৬ জন ট্রেডসমেন মানে যাঁরা ব্যবসায়িক লেনদেন করেন। ৪২২৬ জন ভেন্ডর অর্থাত ছোট-মাঝারি দােকান চালান। বাকিরা ‘অন্যান্য ব্যবসাপত্র’ করেন।
এনসিআরবি গোটা ব্যবসায়ী সম্প্রদায়কে তিনটি বিভাগে ফেলেছে। তাদের পরিসংখ্যান হল, ২০১৯ এর তুলনায় ২০২০তে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ২৯ শতাংশ আত্মহত্যা বেড়েছে। তবে সামগ্রিকভাবে সব ধরনের ব্যবসায়ী মিলিয়ে বেড়েছে ৪৯.৯ শতাংশ। ২০১৯ এ সংখ্যাটা ছিল ২৯০৬। ২০২০তে হয়েছে ৪৩৫৬। আর দেশে সামগ্রিকভাবে আত্মহত্যা বেড়েছে ১০ শতাংশ। সংখ্যাটা ১ লাখ ৫৩ হাজার ৫২। এর আগে এত আত্মহত্যা হয়নি দেশে।