গোবর্ধন পুজোয় তাক লাগিয়ে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শুক্রবার প্রকাশ্যে এমন কাজ করলেন তিনি, যা দেখে চোখ ছানাবড়া হয়ে গেল সবার। স্বেচ্ছায় চাবুকের মার সহ্য করলেন বাঘেল। সেই ভিডিয়ো সংবাদসংস্থা এএনআই টুইট করতেই তা ভাইরাল।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বাঘেল প্রথামাফিক ঐতিহ্যবাহী পাগড়ি এবং পোশাক পরিহিত। তিনি দুর্গের একটি পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় তিনি নিজের ডান হাত সোজা করে রাখেন। তাঁর সামনে একজন জনৈক ব্যক্তি চাবুক দিয়ে সেই হাত জোরে মারতে শুরু করেন। বেশ কয়েক ঘা দেওয়ার পর সেই ব্যক্তি এসে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরেন।
এই দৃশ্য দেখে উপস্থিত সকলে নিজেদের মোবাইল ফোনে ভিডিয়ো করতে শুরু করেন, কেউ আবার ছবি তোলেন। মোট আটবার আঘাত শরীরে নেন বাঘেল। উল্লেখ্য, দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো করা হয়। পুরাণ অনুযায়ী, শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের দেবরাজ ইন্দ্রের ক্রোধ থেকে বাঁচাতে গোবর্ধন পর্বত নিজের কনিষ্ঠ আঙুলে তুলে নেন। সেই কারণে এই দিনটি গোবর্ধন পুজো করা হয়।