মুম্বই ড্রাগস কেস থেকে অপসারিত হলেন মূল তদন্তকারী অফিসার তথা এনসিবি আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়ে । গত কয়েকদিনে তাঁর বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক অভিযোগ। কখনও ঘুষ, কখনও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ। মুম্বই মাদক মামলার এক সাক্ষী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করতেই সে বিষয়ে তদন্তে নামে এনসিবি।
প্রসঙ্গত, এই মাদক মামলায় অভিযুক্ত শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ৩রা অক্টোবর মুম্বইয়ে ক্রুজ থেকে মাদক কাণ্ডে অভিযান চালায় এনসিবি। সেখান থেকেই গ্রেফতার হন শাহরুখ পুত্র। তাঁকে গ্রেফতার করেছিলেন খোদ এনসিবি-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।