দীপাবলির দিন নওশেরা সেক্টরে জওয়ানদের সঙ্গে দেখা করতে গিয়ে সেনার উর্দি পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই নিয়েই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর জিজ্ঞাসা, ‘একজন সাধারণ মানুষ বা সেনাবাহিনীতে কর্মরত নন এমন কোনও ব্যক্তির কি সেনার পোশাক পড়ার অধিকার আছে?
শুক্রবার সকালে এই নিয়ে একটি টুইট করেন দিগ্বিজয়। সেখানে তিনি লেখেন, ‘নাগরিক বা সেনার সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিরা কি সেনার উর্দি পড়তে পারেন? জেনারেল রাওয়াত ও মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এই বিষয়টি বিশ্লেষণ করুন’। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও জবাব চেয়েছেন তিনি।
কংগ্রেসের যুব সংগঠন সেনার পোশাক পরিহিত মোদীর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছে, একজন রাজনীতিবিদের কী সেনার সম্মানজনক পোশাক পড়া মানায়? তিনি সেনা প্রধানও নন সেনা আধিকারিকও নন। এই ধরেনের কাজ অনুচিত।
গত বছর দীপাবলির দিনে রাজস্থানের জয়সলমিরের বিএসএফ ক্যাম্পে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে বিএসএফ এর উর্দিতে তাঁকে দেখা গিয়েছিল। সেই সময় কংগ্রেস নেতা তারিক আনোয়ারের কটাক্ষ, উৎসব বুঝে পোশাক বদলাতে ভালোবাসেন আমাদের প্রধানমন্ত্রী। টুইট করে তিনি লেখেন, ‘কখনও তিনি চা বিক্রেতার মত পোশাক পড়েন, কখনও এবার ১০ লাখ টাকা দামের স্যুট পড়েন, কখনও সাধু, কখনও চৌকিদার কখনও আবার প্রধান সেবকের পোশাকে প্রধানমন্ত্রীকে দেখা যায়’।