শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার আচমকাই প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। আর তাতেই অপূর্ণ রয়ে গেল তাঁর শেষ ইচ্ছে। জানা গিয়েছে, শেষবার তিনি চপ–মুড়ি, চাউমিন খেতে চেয়েছিলেন। তবে অসুস্থ থাকার কারণে তা দেওয়া হয়নি তাঁকে। হৃদপিণ্ডে অস্ত্রোপচারের পর এই খাবার দেওয়া যায় না।
বিষয়টি প্রকাশ্যে আনেন তাঁর আইনজীবী। সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী মণিশঙ্কর মুখোপাধ্যায় জানান, বৃহস্পতিবার বিকেলে চপ–মুড়ি, চাউমিন খেতে চেয়েছিলেন। নিজে মুখে এই খাবার খেতে চেয়েছিলেন। তবে বাস্তবে তা খাওয়া হয়নি। ইচ্ছেটা অপূর্ণই থেকে যায়। কারণ তাঁর দাঁতে দাঁত লেগে যায়। বাথরুমে যান। আর সেখানেই শেষ। হার্ট অ্যাটাক হয় তাঁর।