বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অকস্মাৎ মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর আকস্মিক প্রয়াণে যে শুধু রাজনৈতিকমহলে শোকের ছায়া নেমে এসেছে, তাই নয়। শোকাতুর রাজ্যবাসী।
শুক্রবার সকাল ১০টা থেকে রবীন্দ্র সদনে রাখা ছিল প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বিধায়করা উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
বেলা আড়াইটে নাগাদ রবীন্দ্র সদন থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখানে আধ ঘণ্টা শায়িত রাখা হয় তাঁর দেহ। বিধানসভার সদস্যরা সেখানে শেষ শ্রদ্ধা জানান তাঁকে। এদিন সুব্রতর শেষ যাত্রাতেও জনসমুদ্রের সাক্ষী থাকল শহর। ক্যাওড়াতলায় উপচে পড়ল অনুগামীদের ভিড়।