শিয়ালদহ পর্যন্ত মেট্রোর চাকা গড়াতে আর দেরি নেই। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিললেই চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন। অপেক্ষা এখন শুধু সেই সবুজ সংকেতের। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিয়লদহ মেট্রো স্টেশন চালু হয়ে যেতে পারে। পরিকাঠামো, প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশন সাজানোর কাজ প্রায় শেষ। মাটির উপর এবং নীচ দুই ক্ষেত্রেই কাজ এগোচ্ছে দ্রুত গতিতে।
শিয়ালদহ স্টেশনে মাটির ১৬.৫ মিটার নীচে থাকবে মেট্রোর লাইন। এক দিকে থাকএ ফুলবাগান ও অন্যদিকে এসপ্ল্যানেড। দীর্ঘদিন ধরেই এই মেট্রো স্টেশনের কাজ চলছে। এখানে ন’টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর, মোট ২৭টি টিকিট কাউন্টার ছাড়াও থাকবে মোট ৫টি লিফট ও ৩টি প্ল্যাটফর্ম। শিয়ালদহ মেট্রো স্টেশন নিয়ে উৎসাহী যাত্রীরাও।
ইস্ট-ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত চালু হয়ে গেলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হয়ে যাবে। শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনেয়াস, ট্রেন এবং মেট্রো তিন পরিষেবাই মিলবে অতি-সহজে। মেট্রো কর্তারা দাবি করছেন, এই পাতালরেলের স্টেশনের হাত ধরেই চেনা শিয়ালদহ স্টেশন চত্বরের ভোল বদলে যাবে। একেবারে বদলে যাবে শিয়ালদহের লুক।