ত্রিপুরার পুরভোটে সব আসনেই লড়াই করতে তৎপর তৃণমূল। চলতি মাসের ২৫ তারিখ পুরভোট ত্রিপুরায়। আগরতলা সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পেশ করতে শুরু করেছেন। বিশেষ করে পাহাড় অঞ্চলে মিছিল করে গিয়েও মনোনয়ন জমা দিয়ে এসেছেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতা আশিষলাল সিংহ জানিয়েছেন, সব জল্পনার অবসান !
অবশেষে তৃণমূলের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। সোমবার দুপুর ১২ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে । ওই দিন তৃণমূলের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থী তালিকার মনোনয়ন পত্র জমা দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের কার্যালয়ে মহকুমা শাসক মহম্মদ সাজ্জাদ পি’র হাতে বর্তমান করোনা অতিমারির সমস্ত প্রশাসনিক নির্দেশিকাকে মান্যতা দিয়ে।
তবে সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সকাল ৯ টা থেকেই তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের অফিস কার্যালয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল আরক্ষা বাহিনী দিয়ে মোতায়েন করা হয়।
এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়ার তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা আইনজীবী গৌরি শঙ্কর রায় জানিয়েছেন, সুষ্ঠ ও সম্পন্ন অবাধ নির্বাচনে তেলিয়ামুড়া বাসীর আশীর্বাদ পেলে আসন্ন পুর ভোট নির্বাচনের ফলাফলে ২৮ শে নভেম্বর গণ-দেবতার রায়ে তেলিয়ামুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিশ্চিত ১০০ শতাংশ জয়ী হবে।