রবিবারই আগরতলার সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আসন্ন পুর নির্বাচনে ত্রিপুরার সবকটি পুরসভায় সব আসনে প্রার্থী দেবেন তাঁরা। সেই মতোই আগরতলা কর্পোরেশনের ৫১টি আসনের সবকটিতেই প্রার্থী দিল তৃণমূল। যদিও সোনামুড়া, বিলোনিয়া, শান্তিরবাজারের মতো জায়গাগুলিতে মনোয়ন জমা দিতে পারেনি তারা। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক।
এদিন মিছিল করে আগরতলা কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুবল ভৌমিক বলেন, ‘অনেক হামলা, হুমকি দিয়েছিল বিজেপি। যাঁরা প্রার্থী হয়েছেন দু’দিন ধরে তাঁদের বাড়িতে বাড়িতে অত্যাচার চালিয়েছে স্বৈরাচারী বিজেপির লোকজন। আমাদের লোকজনের ছেলে-মেয়ের ওপরেও হামলা হয়েছে। তাও ওরা আমাদের আটকাতে পারেনি।’ সুবলবাবু জানান, “বিভিন্ন জায়গায় আমাদের লোকজনের ওপর হামলা হচ্ছে। সোনামুড়া, বিলোনিয়া, শান্তিরবাজারে রাস্তা অবরুদ্ধ করে রয়েছে বিজেপির বাহিনী। প্রার্থীদের যেতে দেওয়া হচ্ছে না। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।’