বরাবরই দলের প্রমিলা বাহিনীকে বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের পর মন্ত্রিসভা গঠনেও নারী শক্তির ওপরই আস্থা রেখেছেন তিনি। এবার বাংলার মতো ত্রিপুরাতেও নারীশক্তির ওপরেই আস্থা রাখল তৃণমূল। সে রাজ্যের আগরতলা পুরভোটের জন্য তৃণমূলের প্রকাশ করা প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ২৫ জন মহিলা। প্রার্থী হয়েছেন সুদীপ রায় বর্মণ ঘনিষ্ঠ নেতাও। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরা পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। সেই নির্বাচনে প্রথমবার লড়াই করছে তৃণমূল। বুধবার তারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো ৫১টি আসনেই প্রার্থী দিয়েছে তারা। তার মধ্যে ২৫টি আসনে রয়েছে মহিলা প্রার্থী। তাদের এই কৌশলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
তাঁদের কথায়, বাংলার মহিলা ভোটব্যাঙ্ককে টার্গেট করেছিল তৃণমূল। তাদের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে। সেই সমস্ত প্রকল্প ত্রিপুরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। তালিকায় এত সংখ্যক মহিলা প্রার্থী রেখে এবার মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টাই করল তারা। এছাড়া প্রার্থী হয়েছেন যুব তৃণমূল নেতা বাবলু চক্রবর্তী। ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতা সুধীর রায় বর্মণ ঘনিষ্ঠ শ্যামল পালও প্রার্থী হয়েছেন।