একুশের বিধানসভা ভোটে হারের জ্বালা এখনও শুকোয়নি বিজেপির। তার মধ্যেই ৫ কেন্দ্রের উপনির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে। একুশে হারের পর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভের লাভা মুখ খুলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। উপনির্বাচনে হারের পর তাই অন্য মাত্রা পেল।
দিলীপ-শিবপ্রকাশ-কৈলাস-অরবিন্দকে প্রথম থেকেই নিশানা করে আসছিলেন তথাগত। তাঁদের বিরুদ্ধে টাকা খাওয়া এবং নারী সঙ্গের অভিযোগও করেছেন। উপনির্বাচনে হারের পর সেই কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে খড়্গহস্ত তথাগত ফেসবুকে লিখলেন, ‘কৈলাশজীর ভাষনে শুধু শ্রাবন্তীর নাম….শুধু শ্রাবন্তী বন্দনায় মগ্ন ছিলেন। যেন লালা ঝরছে। লজ্জা করছিল আমার,এরা আমাদের নেতা’?
অবশ্য তথাগত সরাসরি একথা বলেননি। বিজেপির পুরনো কর্মী স্বপন দাস তাঁকে একথা জানিয়েছেন বলে ফেসবুক পোস্টে লিখেছেন তিনি। চার বিধানসভা কেন্দ্রে বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকে সরাসরি দায়ী করেছেন। বলেছেন, নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এ জন্য দায়ী করা যাবে না।
তথাগতর এহেন পোস্ট নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিজেপিতে। জানা গিয়েছে, তথাগতর সব পোষ্ট দিল্লিতে পাঠানো হয়েছে। আলাদা করে পাঠানো হয়েছে আরএসএস সদর দফতরেও। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। জানিয়েছেন, ফেসবুক, টুইটারে কে কি বলল তা নিয়ে কোনও মন্তব্য করবেন না তিনি।