দেশজুড়ে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। গাড়ি নিয়ে রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন মানুষ। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের বিকল্প হিসেবে আসছে ই-বাস পরিষেবা। ব্যাটারিচালিত বাস কলকাতার রাজপথে চালাতে উদ্যোগী হয়েছে নবান্ন।
সরকারি সূত্রের মতে, এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে ব্যাটারিচালিত বাস রাস্তায় নামলে। তাই খুব শিগগিরই বাস মালিকদের ই-বাসেওর প্রস্তাব দেবে নবান্ন। রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এই নিয়ে বাস মালিকদের বৈঠকে ডাকতে পারেন ভাইফোঁটার পরেই।
সূত্রের খবর, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সিএনজিতে বাস চালানোর কথা বলা হতে পারে মালিকদের। সেক্ষেত্রে বাসের ইঞ্জিব পরিবর্তন করতে হবে। তাতে কিছু টাকা দেবে রাজ্য সরকারও। সিএনজিতে বাস চালালে জ্বালানির খরচ এক লাফে অনেক কমে আসবে। সেই সঙ্গে কম হবে দূষণও।
সূত্রের খবর, ২০২২ সালের জুন-জুলাই মাসের মধ্যেই কলকাতায় হাজার খানেক ব্যাটারিচালিত বাস চলে আসবে। এই বাসগুলি চালানোর জন্য বাস মালিকদের উৎসাহও দেবে সরকার। দেওয়া হতে পারে আকর্ষণীয় প্রস্তাব। সরকারি নয়, বেসরকারি মালিকানাতেই ই-বাসের একটা বড় অংশের চাকা গড়াবে শহরে।
কোভিডকালে লকডাউন পরবর্তী সময়ে বাস নিয়ে মহা-সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকার থেকে নিষেধ করা সত্ত্বেও অঘোষিতভাবে বাস ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। বাসের ন্যূনতম ভাড়া ১০টাকা। তারপরেই ১৫, ২০, ২৫ টাকা ভাড়া চাওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। যাতায়াতে মুশকিল হচ্ছে। বাসের সংখ্যাও আগের চেয়ে কম।