বিগত ৫০ ওভারের বিশ্বকাপের সময় অবসর ঘোষণা করেছিলেন তিনি। এর ফের প্রত্যাবর্তনের কথা জানালেন যুবরাজ সিংহ। মাঠের বাইরের বিতর্ক ঝেড়ে ফেলে আবার মাঠে ফিরতে চলেছেন তিনি। অবসর ভেঙে ফের ২২ গজের লড়াইয়ে দেখা যাবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা বলে দিলেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ।
এর আগে, ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ চলাকালীন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন যুবি। ক্যানসারজয়ী তারকার গলায় শোনা গিয়েছিল জাতীয় দল থেকে বাদ পড়ার আক্ষেপও। তবে অবসর ঘোষণার পর থেকেই যুবরাজকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুরোধ জানায় পাঞ্জাব ক্রিকেট সংস্থা। তাদের অনুরোধ ফেলতে পারেননি তিনি। ফের পাঞ্জাবের জার্সিতে মাঠে নামতে রাজি হয়ে যান। ফলে গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে দেখতে পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারণ পাঞ্জাবের সম্ভাব্য ৩০ জনের দলে নামও ছিল প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের। এমনকী নিয়মিত অনুশীলনেও ছিলেন তিনি। কিন্তু শেষমেশ তাঁকে কামব্যাকের অনুমতি দেয়নি বিসিসিআই।
সোমবার মাঝরাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আবারও বাইশ গজে প্রত্যাবর্তনের জল্পনা উসকে দিলেন যুবি। দেশের জার্সি গায়ে নিজের পুরনো খেলার ভিডিও পোস্ট করে ২০১১ বিশ্বকাপের সিরিজ সেরা ক্রিকেটার লেখেন, “ঈশ্বরই আপনার গন্তব্য নির্ধারণ করেন। মানুষের ভালবাসায় আগামী বছর ফেব্রুয়ারিতে ক্রিকেটে ফিরছি। আপনাদের ভালবাসা অত্যন্ত দামী।” এরপরই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সমর্থনের আহ্বান জানান তিনি। লেখেন, “ভারতকে সমর্থন করুন। সত্যিকারের ক্রিকেটপ্রেমীরা দলের দুঃসময়ে কিন্তু পাশেই থাকে।” এর আগে যুবরাজকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি দিয়েছিল বোর্ড। অবসরপ্রাপ্ত ক্রিকেটার বলেই সম্মতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার ক্ষেত্রে সবুজ সংকেত পাননি। তাই এবার তাঁকে কোন টুর্নামেন্টে কিংবা কোন ফরম্যাটে দেখা যাবে, তা এখনও পরিষ্কার নয়।