বিধানসভা নির্বাচনে ২৫ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এবার সেই কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার প্রথম থেকেই খড়দহে এগিয়ে ছিলেন শোভনদেব। অবশেষে ৯৩ হাজার ৮৩৮ ভোটে জয়ী হয়েছেন তিনি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শোভনদেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই ভবানীপুর কেন্দ্র ছেড়ে দেন তিনি। অবশেষে খড়দহ আসন থেকে জিতে বিধায়ক নির্বাআিত হয়ে নিজের মন্ত্রীত্ব পাকাপাকি করলেন শোভনদেব।