গোসাবায় জয় সুনিশ্চিত করলেন তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। চার উপনির্বাচনের মধ্যে রেকর্ড ব্যবধান যদি বলতে হয় তা তৈরি হয়েছে গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল। এই মুহূর্তে দশ রাউন্ডের গণনার শেষে তৃণমূলের ঝুলিতে রয়েছে ১ লক্ষ ১ হাজার ৮৫ ভোট। বিজেপি পেয়েছে ১১ হাজার ৫৯৫ ভোট অর্থাৎ জয় সুনিশ্চিত। তৃণমূলের মত, গোসাবার মানুষ মনে রেখেছে প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের ভালোবাসা। সেই ভালবাসাই ভোটবাক্সে উপচে পড়েছে। উল্লেখ্য একই সময়ে দিনহাটাতেও ছুটছে তৃণমূল রথ। এখন দেখার গোসাবা না দিনহাটা কোথায় তৃণমূলের মার্জিন সবচেয়ে বেশি হয়।
সর্বশেষ আপডেট অনুযায়ী শান্তিপুর পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ১৫ হাজার ৫৪৮ ভোট এগিয়ে। সকাল সকাল ট্রেন্ড দেখে হাসি চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কারণ রাজ্যে গত প্রায় এক দশক বিজেপির গড় ছিল এই শান্তিপুর।সআর শুধুমাত্র এই কারণেই শান্তিপুর নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল তৃণমূলের কাছে। তাই শেষ মুহূর্তে যদি পাশা উল্টে যায় শান্তিপুরে তবে তৃণমূলের তৃণমূল স্রেফ আসন জয়ের থেকে অতিরিক্ত কিছু পাবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী হিসেবে বেছে নেওয়াটাই মাস্টারস্ট্রোক হয়েছে শান্তিপুরে। কারণ ব্রজকিশোর অদ্বৈত আচার্যের বংশধর, সর্বধর্মসমন্বয়ে বিশ্বাসী মানুষ। তাঁর ইমেজ মেরুকরণের বিরুদ্ধে কাজে এসেছে, মত আলোচকদের।
এদিকে দিনহাটাতেও ধরাছোঁয়ার বাইরে তৃণমূল। দশম রাউন্ডের শেষে ৮১ হাজারের বেশি ভোটে এগিয়ে উদয়ন গুহ। দিনহাটাতেও তৃণমূলের নিশ্চিত জয় দেখছে তৃণমূল। এখানে শেষ বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৫৭ ভোটে জিতেছিলেন। তৃণমূলের ব্যখ্যা, সেই দিনহাটাতেই এত বড় ব্যবধান নিছক একটি সংখ্যা বাড়ানো নয়। এর মধ্যে দিয়ে আসলে বিজেপির গড় উত্তরবঙ্গে তৃণমূলের ভিতপুজো হচ্ছে।