আসন্ন কালীপুজো উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দিরে স্বাভাবিকভাবেই ভক্তদের ভিড় বাড়বে। আর সেই ভিড় সামাল দিতে তৎপর কলকাতা মেট্রো। কালীপুজোর দিন রাতে মেট্রোর সময়সূচীতে বদল আনল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে কালীপুজোর রাতে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। কলকাতা মেট্রো সূত্রে খবর, ৪ঠা নভেম্বর রাতে একটি বেশি ট্রেন চালানো হবে। যেটি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে সোজা দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রাত ১০টায় ছাড়বে ওই মেট্রোটি।
উল্লেখ্য, কালীপুজোর দিন সর্বমোট ২১৫টি ট্রেন সার্ভিস পাবেন যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিট নাগাদ এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। প্রথম মেট্রো সার্ভিস শুরু হবে সকাল সাড়ে ৭টায়। ৭ মিনিট অন্তর মেট্রো রেল চলাচল করবে।