উত্তরবঙ্গে উধাও গেরুয়া ম্যাজিক। দিনহাটায় এবার পালাবদলের পালা। বিধানসভায় মাত্র ৫৭ ভোটে বিজেপির কাছে হেরেছিলেন। উপনির্বাচনে সুদে-আসলে তার জবাব দিলেন তৃণমূলের উদয়ন গুহ। জিতলেন ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ৩০৬ টি ভোট।
ভোটে জিতে উদয়ন গুহ বলেন, ‘এই জয়ে মানুষের আশা ভরসা বাড়ল, সাধারণ মানুষের আশা ভরসা বাড়ল, দলেরও আশা ভরসা বাড়ল। এ জয় জনগণের জয়। তবে এটাও ঠিক এই জয় তাদের জন্যও উৎসর্গ করব যারা একটা ভগবান তৈরি করার চেষ্টা করেছিল, তাঁকে যে আমরা মাটিতে মিশিয়ে দিতে পেরেছি, তিনি যে কোচবিহারের রাজনীতিতে পুরনোদের ধারে কাছ আসার যোগ্য নন তার প্রমাণ এই নির্বাচনের মাধ্যমে আমরা দিয়ে দিলাম’।
১৭ রাউন্ড গণনার শেষে দিনহাটায় ১ লক্ষ ৪৮ হাজার ৩১৯ ভোটে এগিয়ে ছিলেন উদয়ন গুহ। বিজেপির ঝুলিতে ছিল ২২ হাজার ৭৭৫ টি ভোট। ১৮ রাউন্ডের শেষে তা দেড় লক্ষ পার করে যায়। উল্লেখযোগ্য ভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের যে বুথ, সেখানেও জয়ী হন উদয়ন। নিশীথের খাস তালুকেই পর্যুদস্ত বিজেপি।
কিন্তু কেন এভাবে হারতে হল বিজেপিকে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তরবঙ্গকে জন বার্লাদের মতো নেতারা ‘ভাগ’ করতে চেয়েছিলেন। সেটাই বোধহয় কোনও ভাবে মানুষ মানতে পারেননি। আশঙ্কা থেকেই উপনির্বাচনে মুখ ফিরিয়ে নেন। তবে অপর এক পক্ষের মত, উপনির্বাচনের ফল দিয়ে সার্বিক পরিস্থিতি বিচার করা ঠিক নয়।