মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রোলের। এই নিয়ে পরপর সাতদিন ঊর্ধ্বমুখী পেট্রোলমূল্য। রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম টপকে গেল ১১০ টাকার গণ্ডি। তবে মঙ্গলবার অপরিবর্তিত ডিজেলের মূল্য।
সোমবার রাত ১২টার পর থেকে লিটার পিছু ৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ফলে দিল্লীতে আজ এক লিটার পেট্রোল কিনতে খরচ ১১০.০৪ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লীতে ডিজেলের দাম রয়েছে ৯৮.৪২ টাকাই। তবে যে হারে জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে শীঘ্রই যে সেঞ্চুরি হাঁকাবে ডিজেল, তা বলাই বাহুল্য। কলকাতাতে তো ইতিমধ্যেই একশোর মাইলফলক ছুঁয়ে ফেলেছে ডিজেল। সোমবার থেকে এক লিটার ডিজেল মিলছে ১০১.৫৬ টাকায়। ডিজেলের দাম আজ অপরিবর্তিত থাকলেও পেট্রোল মূল্য ফের বাড়ল তিলোত্তমায়। মঙ্গলবার এ শহরে লিটার প্রতি পেট্রলের দাম ১১০.৫০ টাকা। বাণিজ্য নগর মুম্বইয়ে এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৫ এবং ১০৬.৬২ টাকা। এদিকে চেন্নাইয়ে পেট্রোলমূল্য বেড়ে হল ১০৬.৬৬ টাকা। এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ১০২.৫৯ টাকায়।
উল্লেখ্য, অক্টোবরের গোড়াতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই ভারতের বাজারেও এর সরাসরি প্রভাব পড়ছে। ফলে লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই মূল্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়াম নিজেদের মূল্য নির্ধারণ করছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খোলাবাজারেও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশছোঁয়া। চূড়ান্ত ভোগান্তি গৃহস্থের। প্রতিদিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে আক্রমণ করছে বিরোধীরা। কিন্তু নিট ফল সেই শূন্য।