এদিন রাজ্যে চলছে উপনির্বাচনের ভোট গণনা। যেখানে বিজেপিকে ধাক্কা দিয়ে ৪ কেন্দ্রেই জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল। আবার বাংলা ছাড়াও আরও যে রাজ্যগুলিতে বিধানসভা উপনির্বাচন হয়েছে। সেসব রাজ্যেও জোর ধাক্কা খেয়েছে বিজেপি। বিশেষ করে হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানে সবকটি আসনেই পিছিয়ে রয়েছে বিজেপি। সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস। কর্ণাটকে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
প্রসঙ্গত, দিনহাটা, গোসাবা, খড়দহ, শান্তিপুর— বাংলার এই চারটি আসনেই হারছে বিজেপি। অপরদিকে, তিনটি লোকসভা আসনেও উপনির্বাচন হয়েছে ৩১ অক্টোবর। ওই আসনগুলিতেও ভোটগণনা চলছে। তিনটির মধ্যে একটি লোকসভা আসনে এগিয়ে বিজেপি, বাকি দুটি হারের দোরগোড়ায়। উল্লেখযোগ্য দাদরা নগর হাভেলী লোকসভা আসনে পিছিয়ে বিজেপি প্রার্থী, এগিয়ে শিবসেনা। একমাত্র আসামে কিছুটা ভাল অবস্থায় রয়েছে বিজেপি।