দেশজুড়ে হু হু করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, রান্নার গ্যাস কিনতে গিয়ে মাথায় হাত দিতে হচ্ছে আম আদমিকে। অগ্নিমূল্য চাল-ডাল কিংবা সর্ষের তেল, ছ্যাঁকা লাগছে কাঁচা বাজারে হাত দিলেই। কিন্তু এসব কোনও ব্যাপার নয়। দাম বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে কিন্তু মানুষের আয় অনেক বেড়েছে তাই চিন্তা নেই বলেই মনে করছেন মধ্যপ্রদেশের শ্রম মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া।
শিবরাজ সিং চৌহানের সরকারের মন্ত্রী বলেছেন, ‘সাধারণ মানুষের আয় কত বেড়েছে বলুন তো? তাতে সন্তুষ্ট নন? তাহলে মূল্যবৃদ্ধি নিয়ে মাথাব্যাথা থাকার কথা নয়। সবকিছু তো আর বিনামূল্যে দেওয়া যায় না। এই মূল্যবৃদ্ধির জন্যই সরকারের লাভ হয়। তবেই উন্নয়ন সম্ভব।’
তিনি আরও জানিয়েছেন, ‘দশ বছর আগে মানুষের মাস মাইনে ছিল ৬০০০ টাকা। এখন সেটা বেড়ে ৫০,০০০ টাকা হয়েছে। তখন আয় কম ছিল পেট্রল-ডিজেলের দাম কম ছিল, এখন আয় বাড়ছে দাম বাড়ছে। আপনারাই বলুন কোন শ্রেণীর মানুষের আয় বাড়েনি? যারা দশবছর আগে ৫,০০০ টাকা করে মাস মাইনে পেত এখন ২৫,০০০-৩০,০০০ টাকা করে পাচ্ছে। প্রত্যেক ব্যবসায়ীর আয় বেড়েছে। চাষিরা নায্য পাচ্ছে। যারা কাঁচা সবজি বিক্রি করছে ভালো দাম পাচ্ছে।’
তিনি নিজের দলকে বাঁচাতে গিয়ে প্রশ্ন করেছেন, ‘কেন কংগ্রেস জমানায় কোনওদিন মূল্যবৃদ্ধি হয় নি? শুধুমাত্র মোদিজির সময় হচ্ছে?’ যদিও মধ্যপ্রদেশের শ্রম মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতারা।