মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করে থাকেন, ‘এগিয়ে বাংলা’। এই দাবি যে আদৌ ভ্রান্ত নয়, একাধিকবার মিলেছে তার প্রমাণ। এবার সারা ভারতে ছড়িয়েছিটিয়ে থাকা বিজনেস স্কুলগুলোকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করল রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতা ক্যাম্পাস। প্রতিবছরের মতো দেশের বিজনেস স্কুলগুলোর ওপর করা সমীক্ষায় এই স্বীকৃতি অর্জন করেছে কলকাতার জোকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
দেশের ৩০৫টি বিজনেস ইনস্টিটিউট এই সমীক্ষায় অংশ নেয়। তিন মাস ধরে চলা বিভিন্ন বিষয়ের ওপর সমীক্ষার ফল প্রকাশ হতেই এই খবর সামনে আছে। এই সাফল্য অর্জনের ক্ষেত্রে আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে পিছনে ফেলে সেরার শিরোপা অর্জন করে কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের বাণিজ্য শহর আহমেদাবাদের আইআইএম দীর্ঘদিন ধরেই কৃতিত্বে এক নম্বরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর কলকাতার আইআইএম সেই শিরোপায় থাবা বসালো।