রবিবারই ঘর ওয়াপসি হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আগরতলায় তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন। এদিকে গতকাল আনুষ্ঠানিক যোগদানের পর বদলে গেল রাজীবের ফেসবুক পেজের রঙ ও আরও অনেক কিছু।
এদিকে বদলে গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার সেই পেজ যেখান থেকে একদিন ফেসবুক লাইভ করে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই ফেসবুকে কভার ছবি বদলে দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার ছবি ও তার সঙ্গে লেখা রয়েছে ‘মানুষের সাথে মানুষের পাশে।” তবে এদিন সকালে দেখা যায় এবার বদলে গিয়েছে ওনার কভার পেজের ব্যাকগ্রাউন্ড রঙ-ও। হালকা গেরুয়া থেকে রঙ হল নীল। পাশাপাশি ওনার ফেসবুক প্রোফাইলে বিজেপির কোনও সভা বা নেতাদের ছবি এদিন আর দেখা যায়নি। তবে ফেসবুক প্রোফাইলে শুধুমাত্র সাভারকারের ছবি পাওয়া গিয়েছে।
গত ২ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এমনকি বিজেপি ছাড়ার আগেই তিনি বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী তুলোধোনা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে গিয়েছেন। পাশাপাশি ওনাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করতে দেখা গিয়েছে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন।
অন্যদিকে, বিজেপি শিবিরও সম্ভবত আঁচ পেয়েই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে রাখার জন্য কেন্দ্রীয় কমিটিতে মাস খানেক আগেই পদ দিয়েছিল। কিন্তু পদ পেলেও যে তিনি বিজেপিতে আর থাকছেন না, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। আর ওনাকে পদ দেওয়া নিয়ে অনেক প্রশ্নও উঠেছিল।