উৎসবের মরশুমে একদিকে যখন সেঞ্চুরি পার করেও লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির আঁচ সবজির বাজারে। তখন একলাফে ২৬৫ টাকা বাড়ল বাণিজ্যিক কারণে ব্যবহার করা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম! সংসার চালানোর এলপিজির দামও পাল্লা দিয়ে বাড়ছে ক্রমাগত। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির চাপে পকেটে টান আমআদমির। বাণিজ্যিক কারণে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৫০ টাকার বেশি উঠে যাওয়ার ফলে বাড়বে হোটেল, রেস্তোরাঁ এবং হোম ডেলিভারির মাধ্যমে খাবার আনিয়ে খাওয়ার খরচ।
২৬৫ টাকা বাড়ার পর কলকাতায় খাবারের দোকানে ব্যবহার করা ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২০৭৩.৫০ টাকা। দিল্লীতেও তার দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। তার দাম এতদিন ছিল ১৭৩৩ টাকা। মুম্বইয়ে ছিল ১৬৮৩ টাকা। এবার হচ্ছে ১৯৫০ টাকা। চেন্নাইয়ে হচ্ছে ২১৩৩ টাকা। কলকাতায় ঘরোয়া কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৬ টাকায়। তা যে কোনওদিন বেড়ে যেতে পারে চলতি প্রবণতার সঙ্গে তাল রেখে। পর্যবেক্ষক মহলের মতে, অশোধিত তেলের দাম বৃদ্ধির ধাক্কাতেই বাড়ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। শীঘ্রই তা ১০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।