ত্রিপুরার পর নজর এবার সৈকত রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবা গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নজরে রয়েছে গোয়াও। ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে দলের একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েছেন সেখানকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার কালীপুজোর পর সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। থাকবেন ৩ দিন।
২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এমটাই ঠিক হয়েছে দলের তরফে। সম্ভবত নভেম্বরের ১০,১১ ও ১২ তারিখ গোয়ায় থাকবেন অভিষেক। দলের একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি।
গোয়া যে তৃণমূলের অন্যতম প্রধান লক্ষ্য তা আগেই স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। গত ২৫ অক্টোবর দিনহাটায় উদয়ন গুহর প্রচারে গিয়ে অভিষেক ঘোষণা করেন, ‘তৃণমূল শুধু বাংলার মাটিতেই সীমাবদ্ধ নয়। আমরা ত্রিপুরায় গিয়েছি। আমরা গোয়ায় ঢুকেছি। আমরা আরও ৫-৭টা রাজ্যে আগামী এক মাসের মধ্যে যাব।’
অভিষেক এদিন আরও বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে গোয়ায় নির্বাচন। ৪০টি বিধানসভা আসন আছে। শূন্য থেকে তৃণমূল শুরু করেছে। লিখে রাখুন ৩ মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। তৃণমূলের সরকার প্রতিষ্ঠা হবে। তারপর ত্রিপুরা, মেঘালয়, অসম ও উত্তরপ্রদেশ। কারণ বাংলা পথ দেখিয়েছে। আজ ভারতকে পথ দেখাচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ দেশ কা নেত্রী ক্যাইসি হো, মমতাদিদি জ্যাইসি হো।’