একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। ২০২৩ সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। তার আগে, আগামী ২৫ নভেম্বর পুরভোট। সেদিকে নজর রেখেই বিপ্লব রাজ্যে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। তবে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগের দিনই আরটিপিসিআর টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিপ্লব দেবের সরকার।
নির্দেশিকায় বলা হয়েছে, ভিনরাজ্য থেকে ত্রিপুরায় আসার ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। ওই রিপোর্ট না থাকলে, ত্রিপুরা সরকার ওই যাত্রীর আরটিপিসিআর টেস্ট করাবে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যে ঢুকতে পারবেন না সংশ্লিষ্ট যাত্রী। এই পদক্ষেপকে বিজেপির ষড়যন্ত্র হিসাবেই দেখছে তৃণমূল। ত্রিপুরা সরকারের নতুন নির্দেশিকায় কেরল, হিমাচল, সিকিম, মণিপুর ছাড়া নাম রয়েছে বাংলার। শুধু বিমানবন্দর নয়, সড়কপথে রাজ্যের প্রবেশদ্বার চূড়াইবাড়ি ও প্রতিটি রেল স্টেশনে করা হবে করোনা পরীক্ষা। আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর শুরু হচ্ছে। তাঁকে আটকাতেই আরটিপিসিআর নিয়ে এই নতুন নির্দেশিকা বলে মনে করছে রাজনৈতিক মহল।