গত মাসে মোদী রাজ্য গুজরাতের মুন্দ্রা বন্দরে প্রায় তিন হাজার কেজি মাদক বাজেয়াপ্ত করে রাজস্ব গোয়েন্দা দফতর। ওই মাদকের সঙ্গে এ দেশে সন্ত্রাসী কাজকর্ম চালানোর সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। চলতি সপ্তাহে পাটিয়ালা থেকে এক আফগান নাগরিক গ্রেফতার হওয়ায় ওই সন্দেহ আরও দৃঢ় হয়েছে। কিন্তু ওই পরিমাণ মাদক উদ্ধার হওয়া সত্ত্বে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন
তুলে সরব হয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের মল্লিকার্জ্জুন খাড়গে।
ঘটনাচক্রে, ওই মাদক বাজেয়াপ্ত হওয়ার কয়েক দিন পরেই মাদক রাখার অভিযোগে গ্রেফতার হন শাহরুখ খানের পুত্র আরিয়ান। বিরোধীদের একাংশের দাবি, আদানি সংস্থা বর্তমানে কেন্দ্রের শাসক শিবিরের ঘনিষ্ঠ হওয়ায় তাদের উপর থেকে নজর ঘোরাতেই আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল। কেন সেই সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা খড়গে বলেন, ‘চুনোপুঁটিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও, রাঘববোয়ালেরা বহাল তবিয়তে সরকারের পাশে রয়েছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?’