আগামীকাল রবিবার, ত্রিপুরায় রবীন্দ্র ভবনের সামনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পুরভোটের আগে অভিষেকের এই সভা থেকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়াবে বলে মত রাজনৈতিক মহলের।
তৃণমূলের অভিযোগ রাজ্যে বলবৎ রয়েছে নির্বাচনী আইন তাই সভার অনুমতি বাতিল করতে না পারলেও নানা রকম উপায়ে সভা নিয়ে সমস্যা তৈরি করছে ত্রিপুরা রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘বহু জায়গায় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখানো হচ্ছে। প্রশাসন সভায় আসার জন্যে যাতে কেউ গাড়ি না পায় সেদিকেও হুশিয়ারি দিয়েছে’।
আগরতলার রবীন্দ্র ভবনের সামনে হবে অভিষেকের সভা। রবীন্দ্র ভবন থেকে ওরিয়েন্ট চৌমহনী অবধি সভার প্রস্তুতি সেরে রাখছে তৃণমূল। বিমানবন্দর থেকে আগরতলা শহর অবধি আসার রাস্তায় একাধিক জায়গায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পোস্টার, ব্যানার, কাট আউট।
এছাড়া অভিষেকের সভা ঘিরে গত কয়েক দিন ধরেই ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ায় প্রচার সেরেছে তৃণমূল কংগ্রেস।‘ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি’, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সফরের আগে এটাই এখন ত্রিপুরায় দলের ক্যাচলাইন। তাই এদিনও জোড়া ফুল শিবিরের সমস্ত পক্ষকে সাথে নিয়েই মিটিং করেছেন সুবল ভৌমিক ও সুস্মিতা দেব। যেখানে হাজির ছিলেন আশিষ লাল সিংহ, বাপ্টু চক্রবর্তী সহ অনেকেই।