আজ, শনিবার রাজ্যের অন্য ৩ কেন্দ্রের সঙ্গে খড়দহেও চলছে উপনির্বাচন। ভোট শান্তিপূর্ণ হলেও সিপিএম নেতা তথা উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মাথা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে সেখানে। এদিন রহড়া এলাকায় সিপিএম পার্টি অফিসে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ঘাড় আর মাথার মাঝের অংশে আঘাত পান তন্ময়। সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা পার্টি অফিসে বসিয়ে বরফ ঘষতে থাকেন। পার্টি অফিসে পৌঁছন খড়দহের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসও।
তবে তন্ময়বাবু এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবেই দেখাতে চেয়েছেন। তিনি বলেন, তিনি ঘাড় ঘুরিয়ে দেখতে পাম কালো প্যান্ট পরা একটি ছেলে গোটা মুখ কালো মাস্কে ঢেকে পিছন দিকে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। তাঁর সন্দেহ ওই ছেলেটিই তাঁকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। তবে তৃণমূল এটা করতে চাইছে, এমনটা তিনি মনে করেন না বলেই জানিয়েছেন সিপিএম নেতা। অন্যদিকে, ঘটনার খবর পেয়েই রহড়া পার্টি অফিসে গিয়ে তন্ময় ভট্টচার্যের সঙ্গে কথা বলেন খড়দহ থানার আইসি। গোটা ঘটনার বিবরণ শোনেন তিনি। তন্ময় এ-ও জানান, তিনি যে গাড়ি নিয়ে খড়দহ এলাকায় ভোটের দিন এসেছেন তার অনুমতি নেই। তন্ময়বাবুর বাড়ি বরাহনগরে। দলের তরফে তিনি খড়দহের দায়িত্বে। সেই কারণেই তিনি এদিন সকালে সেখানে পৌঁছন।