আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। পরিবর্তে আস্তাবl মাঠে সভা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এই অভিষেকের সভা হওয়ার কথা। তার ঠিক আগে শনিবার বিকাল ৪ টে নাগাদ এই নিষেধাজ্ঞা জারি করে ত্রিপুরা পুলিশ।
এদিন বিকেলে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকি হলের সামনে মঞ্চ বাঁধা ও পতাকা লাগানোর কাজ চলছিল। গোটা কর্মকাণ্ডের তদারকি করছিলেন কুণাল ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহারা।সেই সময়েই এসে হাজির হয় পশ্চিম জেলা পুলিশ। সাফ জানিয়ে দেওয়া হয়, ওই জায়গায় সভা করা যাবে না।
ফলে একেবারে শেষ মুহূর্তে অভিষেকের সভা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘সভার প্রস্তুতি যখন সারা তখন শেষ মুহূর্তে পুলিশ এসে বলছে এখানে সভা করা যাবে না। এটা কি হচ্ছে! পুলিশই তো অনুমতি দিয়েছিল এই জায়গায় সভা করার’।
যদিও পুলিশের তরফে বলা হয়েছে, এই রাস্তা অত্যন্ত সরু। জমায়েত হলে যানজট হবে। কোভিড বিধিও রক্ষা করা যাবে না। তাই সভা যেন আস্তাবল মাঠ বা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিকেল পর্যন্ত তৃণমূল নেতৃত্ব এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তাঁরা প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। কিন্তু পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখানে জোর করে সভা করতে চাইলে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে।