জোড়া টিকাকরণের সার্টিফিকেট না থাকলে বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। যার জেরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এমনকী কেন্দ্রীয় বাহিনী তাঁকেও বুথে ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন শোভনদেব।
উপনির্বাচনের দিন সকালে খড়দার কল্যাণনগর বিদ্যাপীঠ বুথে সকালে ঢুকতে যান তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়। তৃণমূল প্রার্থীর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা অতিসক্রিয় ভূমিকা পালন করছেন।
শোভনদেববাবুর অভিযোগ, প্রার্থীর নাম লেখা ব্যাজ পড়ে এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে বুথে। তা শুনেই তিনি বুথে এসেছিলেন। তাঁকেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। পাশাপাশি ভোটারদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেখতে চাওয়া হয়েছে বুথে। ভোট দিতে আসা ব্যক্তিকে কেন দ্বিতীয় ডোজ়ের সার্টিফিকেট দেখাতে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন শোভনবাবু।
শেষ পাওয়া খবর অনুযায়ী, খড়দার সূর্য সেন স্কুলের ৪৩ নং বুথে ইভিএম খারাপ। সেখান ভোটদান প্রক্রিয়া বন্ধ রয়েছে। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মৃত্যু হওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। ভোটের ফল প্রকাশের আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান তৃণমূল প্রার্থী কাজল সিংহ। তিনি ২৮১৪০ ভোটে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে হারান।