পানাজিতে ফের তৃণমূল সুপ্রিমোর নিশানায় বিজেপির সঙ্গে সঙ্গে কংগ্রেসও। বিজেপিকে হটাতে একসঙ্গে লড়াইয়ের আহবান জানালেন গোয়ার আঞ্চলিক দলগুলিকে। একইসঙ্গে গোয়ার সমুদ্রসৈকত থেকে আরও একবার পদ্মের সঙ্গে সঙ্গে হাত শিবিরকেও বিঁধলেন সমালোচনায়।
শনিবার সকালে গোয়ার ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। শুরুতেই তিনি বলেন, ‘বিজেপি কংগ্রেস আপোষ করে। বিজেপি কংগ্রেস সমঝোতা করে। কিন্তু, আমরা চাই না ভোট ভাগাভাগি হোক। আমরা গোয়ার মানুষের জন্য কাজ করতে চাই।’
অবশেষে প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পিকে-র মন্তব্যের ভুল ব্যাখা হচ্ছে। ও বলতে চেয়েছে বিজেপিকে হটাতে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। যেভাবে কংগ্রেস লড়াই করছে সেভাবে হবে না।’ মমতার সংযোজন, ‘দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে। কিন্তু, আমাকে ও আমার দলকে বাধা দেওয়া হচ্ছে। ত্রিপুরায় কারফিউ করে দিচ্ছে, মারা হচ্ছে।’
মমতা জানান, বাংলায় সব মেয়েদের লেখাপড়া ফ্রি, পশ্চিমবঙ্গে লোকশিল্পীদের প্রতিমাসে ১০০০ টাকা পেনশন দেওয়া হয় বলেও জানান মমতা। পাশাপাশি, এদিন মমতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও কথাও উল্লেখ করেন তিনি।