ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দক্ষিণ কলকাতা জুড়ে বিজেপি কর্মীরা পোস্টার লাগলেন খোদ বিজেপির দক্ষিণ কলকাতার সভাপতি শঙ্কর শিকদারের বিরুদ্ধে। মনে করা হচ্ছে বিজেপির কর্মীদের তরফে ক্ষোভপ্রকাশ করে পড়েছে পোস্টার। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরমহলে।
শাসক দল ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পোস্টারে লেখা হয়েছে এরকম দালাল সভাপতি আর নয়। এর আগেও বার বার বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ভোটের মরসুমে আরও একবার গোষ্ঠী দ্বন্দ্ব বেপর্দা হওয়ায় অস্বস্তিতে রাজ্য বিজেপি।
সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে চড়া দামে কলকাতা কর্পোরেশনের ভোটের টিকিট বিক্রি করেছেন শঙ্কর। আর তাতেই ক্রুদ্ধ বিজেপি কর্মীরা। এতে বিজেপির অন্দরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।