বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়ে গেল। আজ ভোট হচ্ছে খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটায়। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। বাংলা উপনির্বাচন ছাড়াও আজ ১৪টি রাজ্যের তিনটি লোকসভা এবং ২৬ টি বিধানসভা আসনের ভোট হচ্ছে।
দিনহাটা ভোটার সংখ্যা ২৯৮০৬৭। খড়দহে ভোটার সংখ্যা-২,৩২,৩৪৮। শান্তিপুর ভোটার ২,৫৪,৮৮৯, গোসবা ভোটার -২,৩০,২৩০। দিনহাটা ২৭ কোম্পানি, খড়দহে ২০ কোম্পানি,শান্তিপুর ২২, গোসাবায় ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। একটা ভোটগ্রহণ কেন্দ্রের যদি একটা বুথ থাকে তাহলে ৪ জন কেন্দ্রীয় বাহিনী, একটা ভোট গ্রহণ কেন্দ্র এ ২ থেকে ৪ টি বুথ থাকলে ৮ জন কেন্দ্রীয় বাহিনী,৫ থেকে ৮ টা বুথ থাকলে ১৬ জন কেন্দ্রীয় বাহিনী,৯ ও তার বেশি বুথ থাকলে ২৪ জন কেন্দ্রীয় বাহিনী। এই ভাবেই বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
দিনহাটায় বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল মাত্র ৫৭ ভোটে। জিতেও সাংসদ পদেই ফিরে যান নিশীথ প্রামাণিক। এবার সেখানে লড়াই বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। এদিকে খড়দহে ভালো মার্জিনে জয়লাভ করলেও কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূল প্রার্থী কাজল সিনহার। এই আসনে আনকোরা বিজেপি প্রার্থীর সঙ্গে লড়ছেন দুদে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি ভবানীপুর আসনে জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন ছাড়েন।
দিনহাটার মতোই শান্তিপুরের জয়ী হয়েছিল বিজেপি। এবার উপনির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি লড়াইয়ের ময়দানে নামিয়েছেন নিরঞ্জন বিশ্বাসকে। অন্যদিকে গোসাবায় গত ২৩ মে কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয় জয়ন্ত নস্করের। সেই কারণেই আবার উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। বিজেপি এখানে প্রার্থী করেছে পলাশ রানাকে। তাঁর সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী সুব্রত সুব্রত মন্ডলের।