ভোট গ্রহণ শুরুর পর ঘণ্টাখানেক কাটতে না কাটতেই অশান্ত খড়দহ। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
এদিন সকালে খড়দহ বিধানসভার যুগবেরিয়াতে ১৯৪ নম্বর বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসার জড়িয়ে পড়েন ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী জয় সাহা। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভেঙে দলীয় পতাকা ও লোগো লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ তুলেছে তৃণমূল। শাসকদলের কর্মীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, বুথের বাইরে তাঁকে ঘিরে ধরে ‘গো-ব্যাক’ স্লোগান দেন বলে অভিযোগ করেছে বিজেপির প্রার্থী। এমনকী বুথে ঢুকতে বাধা দেওয়ারও অভিযোগ। অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। দলীয় লোগো লাগানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
উপনির্বাচনে খড়দা থেকে তৃণমূলের প্রতীকে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপি-র প্রার্থী জয় সাহা এবং বামেদের প্রার্থী দেবজ্যোতি দাস। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ, বিজেপির প্রার্থী অশোক মণ্ডল এবং বামেদের প্রার্থী আবদুর রউফ। নদিয়ায় তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এবং বামেদের প্রার্থী সৌমেন মাহাত। গোসাবায় তৃণমূলের প্রতীকে লড়াই করছেন সুব্রত মণ্ডল, বিজেপির ‘যোদ্ধা’পলাশ রাহা এবং বামেদের প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল। সূত্রের খবর, গোসাবায় মোতায়েন রয়েছে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দিনহাটাতে মোতায়েন করা হয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।